বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

শলোমন

View All Lessons

সমস্ত প্রজ্ঞা ও জ্ঞানের ধন খ্রীষ্টের মধ্যে গোপন রয়েছে, এবং তিনিই ঈশ্বরের প্রজ্ঞা।
"দক্ষিণ দেশের রাণী বিচারের দিনে এই যুগের লোকদের সঙ্গে উঠে তাদের দোষী সাব্যস্ত করবেন; কারণ, তিনি শলোমনের জ্ঞানের কথা শুনতে পৃথিবীর দূরপ্রান্ত থেকে এসেছিলেন। আর দেখ, এখানে শলোমনের চেয়েও মহান একজন আছেন।" (মথি ১২:৪২)