
"দায়ূদের সঙ্গে ঈশ্বরের চুক্তি আগত উদ্ধারকর্তার প্রতিশ্রুতিকে আরও দৃঢ় ও সুসংহত করে। দায়ূদের ভবিষ্যৎ বংশধর দায়ূদের চেয়েও মহান হবেন; তিনি হবেন রাজাদের রাজা, এবং তাঁর রাজ্য হবে এক অনন্তকালীন রাজ্য।"
"ভ্রাতৃগণ, পিতৃকুলপতি দায়ূদ সম্পর্কে আমি নির্দ্বিধায় বলতে পারি যে... তিনি একজন ভাববাদী ছিলেন এবং জানতেন যে, ঈশ্বর শপথ করে তাঁকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁর বংশধরদের একজনকে তাঁর সিংহাসনে বসাবেন।" (প্রেরিত ২:২৯-৩০)