বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

উত্তরাধিকার

View All Lessons

"ঈশ্বর তাঁর লোকদের উদ্ধার করেন, যাতে তাঁদের স্বর্গীয় উত্তরাধিকারস্বরূপ প্রতিশ্রুত দেশে নিয়ে আসতে পারেন, যেখানে তিনি চিরকাল তাদের সাথে বসবাস করবেন।"
"ধন্য হোন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা! তিনি তাঁর অপরিসীম দয়ার ফলে, মৃতদের মধ্য থেকে যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে আমাদেরকে জীবন্ত প্রত্যাশার জন্য পুনর্জন্ম দিয়েছেন এবং এক অক্ষয়, নির্দোষ ও অবিনশ্বর উত্তরাধিকারের জন্য মনোনীত করেছেন, যা স্বর্গে তোমাদের জন্য সংরক্ষিত রয়েছে।" (১ পিতর ১:৩-৪)