বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

আবাসতাঁবু

View All Lessons

সদাপ্রভু নিজেকে সেই ঈশ্বর হিসেবে প্রকাশ করেছেন, যিনি তাঁর লোকদের উদ্ধার করেন, যাতে তিনি তাদের মাঝে বসবাস করতে পারেন—এই বর্তমান জগতে এবং আগামী জগতে।
"আর সেই বাক্য মাংসধারী হলেন এবং আমাদের মাঝে বাস করলেন। আর আমরা তাঁর মহিমা দেখলাম—যেমন পিতা থেকে আগত একজাতের মহিমা; তিনি অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ।" (যোহন ১:১৪)