বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

সিনয় পর্বত

View All Lessons

ঈশ্বর তাঁর ব্যবস্থা তাঁর মনোনীত ও উদ্ধারপ্রাপ্ত লোকদের প্রদান করেছিলেন, যাতে তিনি তাঁর নিজস্ব চরিত্র প্রকাশ করতে পারেন, তাদেরকে তাঁর রাজত্বের অধীনে আনতে পারেন এবং তাদের এই শিক্ষা দিতে পারেন যে, কীভাবে তারা তাঁর ইচ্ছা অনুযায়ী পবিত্রতার মধ্যে জীবনযাপন করতে পারে।
"অতএব, ব্যবস্থা পবিত্র, এবং আজ্ঞা পবিত্র, ন্যায়পরায়ণ ও উত্তম... কারণ আমরা জানি, ব্যবস্থা আত্মিক... তবে, অন্তরের মানুষ হিসেবে আমি ঈশ্বরের ব্যবস্থায় আনন্দ করি।" (রোমীয় ৭:১২, ১৪, ২২)