
ঈশ্বর তাঁর জাতিকে দাসত্ব থেকে উদ্ধার করে, তাদের মাঝে ও তাদের মাধ্যমে তাঁর মহিমা প্রকাশ করে মুক্তির পরিকল্পনা প্রদর্শন করেন।
"তখন যোসেফ উঠে রাত্রিবেলা শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে মিসরে চলে গেলেন। এবং হেরোদেসের মৃত্যুর পর পর্যন্ত সেখানে অবস্থান করলেন, যেন ভাববাদীর দ্বারা কথিত প্রভুর এই বচন পূর্ণ হয়—'আমি মিসর থেকে আমার পুত্রকে ডাকলাম।'" (মথি ২:১৪-১৫)