বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

পিতৃপুরুষ - ১

View All Lessons

ঈশ্বরের প্রতিশ্রুতি বিভিন্ন পরিবর্তন ও পর্যায়ের মধ্য দিয়ে প্রকাশিত হয়, যা তাঁর মহিমা ও উদ্ধারের পরিকল্পনার উজ্জ্বল প্রকাশকে উদ্ভাসিত করে।
"তারা ইস্রায়েলীয়; দত্তক, মহিমা, চুক্তিসমূহ, বিধি-ব্যবস্থা দান, উপাসনা ও প্রতিশ্রুতিসমূহ তাদেরই। তাদের পিতৃপুরুষগণ ছিলেন, এবং খ্রীষ্ট, যিনি শরীর অনুসারে তাদের মধ্য থেকে এসেছেন, তিনিই সকলের ঊর্ধ্বে, চির ধন্য ঈশ্বর। আমেন।" (রোমীয় ৯:৪-৫)