বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

আব্রাহাম:

View All Lessons

ঈশ্বর নম্র হয়ে আব্রাহামকে মূর্তিপূজা থেকে আহ্বান করেন এবং বিশ্বাস ও আনুগত্যের পথে পরিচালিত করেন, যেন সকল জাতির মাঝে সুসমাচারের আশীর্বাদ বিতরণ করেন।
“আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিগকে ধার্ম্মিক গণনা করেন, শাস্ত্র ইহা অগ্রে দেখিয়া অব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিল, যথা, “ত�োমাতে সমস্ত জাতি আশীর্ব্বাদ প্রাপ্ত হইবে”। (গালাতীয় ৩:৮)।