বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

নূহ

View All Lessons

ঈশ্বর বিচারের মধ্যে দিয়ে তাঁর পরিত্রাণের মহিমাকে প্রদর্শন করেন।
“কারণ ঈশ্বর...পুরাতন জগতের প্রতি মমতা করেন নাই, কিন্তু যখন ভক্তিহীনদের জগতে জলপ্লাবন আনিলেন, তখন আর সাত জনের সহিত ধার্ম্মিকতার প্রচারক ন�োহকে রক্ষা করিলেন...প্রভু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে, এবং অধার্ম্মিকদিগকে দণ্ডাধীনে বিচারদিনের জন্য রাখিতে জানেন।” (২ পিতর ২:৪,৫,৯)।