
পতনের ফলে, মানবজাতি ঈশ্বরের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছিল এবং তাঁর ক্রোধ ও অভিশাপের অধীনে চলে গিয়েছিল। তবে, ঈশ্বর তাঁর অনুগ্রহের চুক্তির মাধ্যমে মানুষের প্রতি করুণা প্রকাশ করেন, যাতে তিনি তাঁর নিজস্ব লোকদের পাপ থেকে মুক্তি দিতে পারেন এবং খ্রীষ্টের মাধ্যমে তাদের পরিত্রাণে নিয়ে আসতে পারেন।