বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

পতন

View All Lessons

পতনের ফলে, মানবজাতি ঈশ্বরের সাথে যোগাযো​গ হারিয়ে ফেলেছিল এবং তাঁর ক্রোধ ও অভিশাপের অধীনে চলে গিয়েছিল। তবে, ঈশ্বর তাঁর অনুগ্রহের চুক্তির মাধ্যমে মানুষের প্রতি করুণা প্রকাশ করেন, যাতে তিনি তাঁর নিজস্ব লোকদের পাপ থেকে মুক্তি দিতে পারেন এবং খ্রীষ্টের মাধ্যমে তাদের পরিত্রাণে নিয়ে আসতে পারেন।
“কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণের পুনরুত্থান আসিয়াছে। কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রীষ্টেই সকলে জীবনপ্রাপ্ত হইবে।” (১ করিন্থীয় ১৫:২১-২২)।