
সৃষ্টির কাজে, ঈশ্বর নিজেকে প্রকাশ করার একটি ভিত্তিমূল প্রদান করেন এবং আমাদেরকে
প্রস্তুত করেন খ্রীষ্টেতে নতুন সৃষ্টির মহান প্রতাপের জন্য।
“সমুদয় সৃষ্টির প্রথমজাত; কেননা তাঁহাতেই সকলই সৃষ্ট হইয়াছে; স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য
কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হউক, কি প্রভুত্ব হউক, কি আধিপত্য হউক, কি কর্ত্তৃত্ব
হউক, সকলই তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে; আর তিনিই সকলের অগ্রে আছেন,
ও তাঁহাতেই সকলের স্থিতি হইতেছে।” (কলসীয় ১:১৬-১৭)।