বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

সৃষ্টি

View All Lessons

সৃষ্টির কাজে, ঈশ্বর নিজেকে প্রকাশ করার একটি ভিত্তিমূল প্রদান করেন এবং আমাদেরকে প্রস্তুত করেন খ্রীষ্টেতে নতুন সৃষ্টির মহান প্রতাপের জন্য।
“সমুদয় সৃষ্টির প্রথমজাত; কেননা তাঁহাতেই সকলই সৃষ্ট হইয়াছে; স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হউক, কি প্রভুত্ব হউক, কি আধিপত্য হউক, কি কর্ত্তৃত্ব হউক, সকলই তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে; আর তিনিই সকলের অগ্রে আছেন, ও তাঁহাতেই সকলের স্থিতি হইতেছে।” (কলসীয় ১:১৬-১৭)।