বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

ভূমিকা

View All Lessons

সমস্ত বাইবেল প্রভু যীশু খ্রীষ্টকে এবং তাঁর অনুগ্রহের সুসমাচারের মধ্যে দিয়ে পরিত্রাণের বার্তা প্রকাশ করে। খ্রীষ্টেতে ঈশ্বরের এই প্রকাশের উদ্ঘাটন পুরাতন ও নতুন নিয়মে উদ্ধারের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে খুঁজে বের করতে পারি।
“পরে তিনি ম�োশি হইতে ও সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাঁহার নিজের বিষয়ে যে সকল কথা আছে, তাহা তাঁহাদিগকে বুঝাইয়া দিলেন...পরে তিনি তাঁহাদিগকে কহিলেন, ত�োমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি ত�োমাদিগকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই, ম�োশির ব্যবস্থায় ও ভাববাদিগণের গ্রন্থে এবং গীতসংহিতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে, সে সকল অবশ্য পূর্ণ হইবে” (লূক ২৪:২৭,৪৪)।