সখরিয়র রাত্রির দর্শন (The Night Visions of Zechariah)

 

দর্শনগুলির চূড়ান্ত পরিণতি: যিহোশূয়ার মুকুটপ্রাপ্তি:

View All Lessons

এখন আমরা সখরিয়ের দর্শনগুলির ধারাবাহিক শিক্ষার শেষ বক্তৃতায় এসেছি। এই বক্তৃতার শিরোনাম “দর্শনগুলির চূড়ান্ত পরিণতি” এবং এটি সখরিয় ৬:৯–১৬ পদে পাওয়া যায়। অষ্টম দর্শনে আমরা দেখেছি কিভাবে ঈশ্বর পৃথিবীতে সক্রিয়ভাবে রাজত্ব করেন এবং প্রভুর জনগণের শত্রুরা ধ্বংস হয়ে যাবে। কেউ কেউ সখরিয় ৬:৯–১৫ অংশটিকে নবম দর্শন বলে উল্লেখ করেছেন, কিন্তু এটি সরাসরি কোনও দর্শন নয়; বরং একটি প্রতীকী কার্যক্রম। ঈশ্বর ভাববাদীকে নির্দেশ দেন একটি প্রতীকী কাজ সম্পাদন করতে, যা পূর্ববর্তী দর্শনগুলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কিন্তু একযোগে প্রভুর জনগণের বিশ্বাসকে আগত মশীহের প্রতি কেন্দ্রীভূত করে। পুরাতন নিয়মের যুগে পুরুষ ও নারীগণ আগত মশীহের প্রতি বিশ্বাস রেখে উদ্ধার লাভ করত; যেভাবে আমরা আজ খ্রীষ্টের ক্রুশে সমাপ্ত কর্মের প্রতি বিশ্বাস রেখে পরিত্রাণ লাভ করি।