সখরিয়র রাত্রির দর্শন (The Night Visions of Zechariah)

 

অষ্টম দর্শন: ঐফা:

View All Lessons

আজকের মণ্ডলী বাহ্যিকভাবে খুবই দুর্বল মনে হয়। বিশাল শক্তি একে ঘিরে দাঁড়িয়ে আছে। শয়তান সদা সক্রিয়। সে ঈশ্বরকে এবং যা কিছু ঈশ্বরের, তা ঘৃণা করে। সে সর্বতোভাবে চেষ্টা করে ঈশ্বরের কাজ, ঈশ্বরের মণ্ডলী ও ঈশ্বরের মহিমাকে আঘাত করতে। সে মণ্ডলীর বড় শত্রু। শয়তানের জীবনের প্রধান লক্ষ্য হল ঈশ্বরের জনগণকে বিভ্রান্ত করা। আর এই লক্ষ্যে সে তার সমস্ত অনুসারী এবং সমস্ত সম্পদ ব্যবহার করে। সে অত্যন্ত বুদ্ধিমান এবং অভিজ্ঞ। আদমের পতনের পর থেকে সে তার কাজ শিখে আসছে। সে জানে কীভাবে মানুষকে প্রলুব্ধ করতে হয় এবং কিছুই ভুলে যায় না। তার অধীনে হাজার হাজার দানব ও লক্ষ লক্ষ দুষ্ট মানুষ আছে যারা তার দাস।