সখরিয়র রাত্রির দর্শন (The Night Visions of Zechariah)

 

সপ্তম দর্শন: ঐফা

View All Lessons

আজ আমরা সখরিয়ের দর্শন শৃঙ্খলার অষ্টম বক্তৃতায় পৌঁছেছি এবং আজকের বিষয় হল “ঐফা”—সখরিয় ৫:৫–১১ পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ দর্শনে ভাববাদী দেখেছিলেন একটি উড়ন্ত পুঁথি, যা দুষ্টদের ওপর অভিশাপ বহন করছিল। পাপ অবশ্যই শাস্তি পাবে। এই পুঁথি চোর ও মিথ্যা প্রমাণকারীর ঘরে প্রবেশ করে এবং তাদের ঘরের পাথর পর্যন্ত সব কিছু জ্বালিয়ে দেয়। ঈশ্বরের ক্রোধ অনন্তকালের জন্য অদম্য আগুনের মতো দুষ্টদের ওপর জ্বলবে। এই দর্শনও একইরকম বার্তা দেয়। অনেক সময় মানুষ পাপ করে পার পেয়ে যায় বলেই মনে হয়। কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারি, প্রতিটি পাপের জন্য শাস্তি নির্ধারিত আছে। “পাপের বেতন মৃত্যু” (রোমীয় ৬:২৩)—ঈশ্বর কখনো দণ্ড (বেতন) প্রদানে ব্যর্থ হন না। পাপ অত্যন্ত গুরুতর বিষয় এবং ঈশ্বর তা ঘৃণা করেন। দুষ্টরা শাস্তি ছাড়া পার পাবে না।