সখরিয়র রাত্রির দর্শন (The Night Visions of Zechariah)

 

ষষ্ঠ দর্শন: উড়ন্ত পুঁথি:

View All Lessons

সখরিয়ের প্রথম পাঁচটি দর্শন উৎসাহে পূর্ণ ছিল, কিন্তু পরবর্তী দুটি দর্শন ছিল কঠোর ও সতর্কতামূলক। আমরা সকলেই উৎসাহের প্রয়োজন অনুভব করি, তবে একই সঙ্গে আমাদের সংশোধন ও তিরস্কারেরও দরকার আছে। আজ অনেক সেবক তাদের মণ্ডলীদের চাটুকারিতা করে থাকেন। তারা এমন ধারণা দেন যেন সব কিছু ঠিক আছে—যখন তা মোটেও ঠিক নেই। তারা পাপ ও মনপরিবর্তনের কথা উল্লেখ করেন না, যদিও এই বিষয়গুলি বাইবেলের শিক্ষার একটি সিংহভাগ দখল করে আছে। আজকের মানুষ শুনতে পছন্দ করে যে ঈশ্বর হলেন প্রেমের ঈশ্বর; কিন্তু তারা ভুলে যায় যে ঈশ্বরের প্রেম পবিত্র প্রেম। তিনি একটি নিখুঁত ও আনন্দময় জগত সৃষ্টি করেছিলেন; কিন্তু খুব দ্রুত মানুষ পাপ করল এবং ঈশ্বরের সুন্দর জগৎ কলুষিত করল। ঈশ্বর তাঁর ক্রোধে আমাদের প্রথম পিতামাতা আদম ও হবাকে এদন উদ্যান থেকে বিতাড়িত করলেন এবং সতর্ক করলেন যে, যদি তারা মনপরিবর্তন না করে এবং তাঁর প্রেরিত্‌ উদ্ধারকর্তার ওপর বিশ্বাস স্থাপন না করে, তবে তারা চিরন্তন নরকে পতিত হবে।