সখরিয়র রাত্রির দর্শন (The Night Visions of Zechariah)

 

সোনার দীপাধার:

View All Lessons

এই যুগে স্কটল্যান্ডে এবং বাস্তবে পুরো পাশ্চাত্য বিশ্বে খ্রীষ্টীয় কার্যকলাপের ক্ষেত্রে হতাশ হয়ে পড়া খুবই সহজ। মণ্ডলীতে বিশ্বাসীদের উপস্থিতি কমে গেছে। জনসাধারণের সিংহভাগ ঈশ্বরের প্রতি কোনো আগ্রহ দেখায় না। আমাদের কাছে রয়েছে প্রভু যীশু খ্রীষ্টের মহিমাময় সুসমাচার—যেখানে বলা হয়েছে কিভাবে ঈশ্বর মানুষ হয়ে এলেন আমাদের উদ্ধার করতে, কিভাবে তিনি আমাদের বদলে ও আমাদের স্থানে ক্রুশে মৃত্যুবরণ করলেন, আমাদের পাপ এবং সেই পাপের শাস্তি নিজের ওপর নিলেন, কিভাবে তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন, আর কিভাবে তিনি এখন সকল মানুষকে আহ্বান করছেন—পশ্চাৎপদ হতে, বিশ্বাস করতে এবং তাতে তারা মুক্তি পাবে, ঈশ্বরের পরিবারে দত্তকতা পাবে এবং মৃত্যুর পর স্বর্গে তাঁর সঙ্গে স্থান পাবে।