
আজ আমরা সখরিয়ের দর্শনগুলির পঞ্চম বক্তৃতায় এসেছি। এটি “মহাযাজক যিহোশূয়”-কে কেন্দ্র করে এবং এটি সখরিয় ৩ অধ্যায়ে পাওয়া যায়। সখরিয় ৩-এ ভাববাদীকে দেওয়া চতুর্থ দর্শনটি আছে। এটি আগের তিনটি দর্শনের তুলনায় ভিন্ন, কিন্তু একইসঙ্গে খুবই উৎসাহব্যঞ্জক। আমাদের সকলের একটি বড় সমস্যা রয়েছে, আর তা হল পাপ। আদামের পাপের ফলস্বরূপ আমরা সকলেই পাপী হয়ে জন্মেছি। পাপ আমাদের স্বভাবজাত। ঈশ্বরের ব্যবস্থা ভাঙা আমাদের কাছে সহজ। দুঃখজনকভাবে, আমরা চিন্তায়, বাক্যে এবং কাজে বারবার পাপ করি।