সখরিয়র রাত্রির দর্শন (The Night Visions of Zechariah)

 

দ্বিতীয় দর্শন: চারটি শিং

View All Lessons

ঈশ্বরের জনগণের বহু শত্রু রয়েছে। অনেক সময় আমরা পরাজিত ও আহত বোধ করি এবং হতাশায় আমাদের মাথা নিচু হয়ে পড়ে। এই পরিস্থিতির সৃষ্টি ঈশ্বর কেন হতে দিলেন—এই প্রশ্নে কি আমরা তাঁর ওপর রাগান্বিত হব? আমাদের কি শত্রুদের প্রতি ঘৃণা পোষণ করা উচিত? যীশু আমাদের শিখিয়েছেন—আমাদের শত্রুদের ভালোবাসতে হবে। আমাদের চোখ তুলে দেখতে হবে যে প্রভু রাজত্ব করছেন। কিছুই কাকতালীয়ভাবে ঘটে না। ঈশ্বর সবকিছুই নিয়ন্ত্রণ করেন। তিনি নিশ্চিত করেন যে সবকিছুই আমাদের মঙ্গলের জন্য কাজ করছে। এই দর্শনটি আমাদের কঠিন সময়ে উৎসাহিত করার জন্য দেওয়া হয়েছে। ঈশ্বরের মণ্ডলীর শত্রুরা শেষ পর্যন্ত জয়ী হবে না।