সখরিয়র রাত্রির দর্শন (The Night Visions of Zechariah)
লাল ঘোড়ার উপর আরোহী ব্যক্তি:

প্রথম দর্শনের প্রায় তিন মাস পর যা আমরা প্রথম বক্তৃতায় দেখেছি, ভাববাদী সখরিয়কে আবার এক নতুন দর্শন দেখানো হয়। এইবার ঈশ্বর শুধু বাক্য নয়, একটি দর্শনের মাধ্যমে তাঁর বাক্য জানিয়ে দেন। ভাববাদী সখরিয় দেখেন; একটি উপত্যকার নিচে কিছু গুলমেদি বৃক্ষ, আর সেখানে একটি লাল ঘোড়ার উপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তখনকার সময়ে পারস্য সম্রাট সাইরাস ইস্রায়েলীয়দের বাবিলনীয় নির্বাসন থেকে ফিরে আসার অনুমতি দিয়েছিলেন। তারা জেরুশালেমে ফিরে আসে, প্রভুর বেদি নির্মাণ করে এবং মন্দির নির্মাণ শুরু করে। কিন্তু তারা দ্রুত হতাশ হয়ে পড়ে এবং পরবর্তী কুড়ি বছরেও কোনো অগ্রগতি হয়নি। এই সময়েই, হগয় ভাববাদীর মাধ্যমে ঈশ্বরের বাক্য আসে— দারিয়াবস সম্রাটের শাসনের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের প্রথম দিনে (অর্থাৎ সখরিয়ের প্রথম দর্শনের দুই মাস আগে) হগয় ভবিষ্যদ্বাণী করা শুরু করেন।