সখরিয়র রাত্রির দর্শন (The Night Visions of Zechariah)

 

ভূমিকা: তোমরা আমার প্রতি ফির, আমিও তোমাদের প্রতি ফিরিব:

View All Lessons

সম্প্রতি কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল, বাইবেল থেকে প্রচার করার জন্য আমার প্রিয় পুস্তক কোনটি। আমি উত্তর দিয়েছিলাম যে সখরিয়ের ভাববাণী। কেন এমন হবে? সখরিয় বাইবেলের একটি সুপরিচিত পুস্তক নয়। এতে কিছু অংশ রয়েছে যা ব্যাখ্যা করা কঠিন। এতে রয়েছে অদ্ভুত সব দর্শন। তবে, এই পুস্তকে এমন অনেক বিষয় রয়েছে যা স্পষ্ট এবং সহজেই বোধগম্য। এছাড়াও, সখরিয়ের এই ভাববাণী খ্রীষ্টকে নিয়ে পূর্ণ। খ্রীষ্ট বিশ্বাসীর জন্য খ্রীষ্টের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই - তাঁকে জানা, তাঁর উপর বিশ্বাস করা এবং তাঁকে ভালোবাসাই হল পরিত্রান লাভের উপায়। এবং একবার আমরা পরিত্রাণ পেয়ে গেলে, এটিই আমাদের জীবনের আবেগ হয়ে ওঠে।