মোশির সমাগমতাম্বু (The Tabernacle)

 

নিয়ম-সিন্দুক

View All Lessons

সমাগম তাঁবু ভবনের গভীরে, পবিত্রতম স্থানটি একটি পর্দা দ্বারা পৃথক করা হয়েছিল যা করূবদের ঈশ্বরের উপস্থিতিতে ফিরে যাওয়ার পথকে বাধা দেয়। নিয়ম সিন্দুকটি সেখানে রয়েছে, শিটিম কাঠের তৈরি একটি ছোট সিন্দুক, এবং সোনা দিয়ে মোড়ানো। কিন্তু ঢাকনাটি পিটানো সোনার একটি শক্ত টুকরো দিয়ে তৈরি, যার উপরে দুটি করূব রয়েছে। এটিকে করুণা আসন বলা হয়, যা সেই স্থানের প্রতীক যেখানে ঈশ্বর তাঁর লোকেদের সাথে মিলিত হন। যদিও ঈশ্বর পবিত্র এবং ন্যায়পরায়ণ, তিনি করুণা এবং অনুগ্রহের ঈশ্বরও। তিনি তাঁর নিজের পুত্র, প্রভু যীশু খ্রীষ্টকে পাঠিয়েছিলেন আমাদের পাপের শাস্তি দিতে, তাঁর ন্যায়পরায়ণ ব্যবস্থা পূর্ণ করতে। ঈশ্বর নিজেই যীশু খ্রীষ্টে বিশ্বাস করে যারা আসবেন তাদের জন্য তাঁর উপস্থিতিতে ফিরে আসার পথ তৈরি করেছিলেন।