মোশির সমাগমতাম্বু (The Tabernacle)

 

ধূপবেদি

View All Lessons

পিত্তলের বেদি  মতো, ধূপের বেদীটি শিটিম কাঠ দিয়ে তৈরি ছিল, কিন্তু পিত্তলের পরিবর্তে সোনা দিয়ে মোড়ানো ছিল। পিত্তলের বেদীটি খ্রীষ্টের অবমাননা, কষ্ট এবং মৃত্যুর প্রতীক ছিল। কিন্তু পবিত্র স্থানের পাশে তাম্বুর ভিতরে অবস্থিত ধূপের বেদীটি সোনা দিয়ে মোড়ানো ছিল, যার কিনারায় সোনার মুকুট ছিল, যা ঈশ্বরের উপস্থিতির মহিমায় যীশুর স্বর্গারোহণের পর তাঁর মহিমাকে নির্দেশ করে। ধূপের বেদীটি আমাদের মহাযাজক, যীশু খ্রীষ্টের মধ্যস্থতামূলক কাজের প্রতীক।