পরিত্রাণ মানে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের সাথে পুনর্মিলন—যদিও আমরা পাপী, সত্যিকারের বিশ্বাসের দ্বারা, যীশুর গুণাবলীর জন্য ঈশ্বরের উপস্থিতিতে আমাদের গ্রহণ করা হয়। মেজটি সোনা দিয়ে মোড়ানো শিটিম কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, যা খ্রীষ্টের দুটি স্বভাব, নিখুঁত ঈশ্বর এবং মানুষ চিত্রিত করে, তবুও দুটি স্বভাব পৃথক এবং কখনও মিশ্রিত হয় না। এই অনন্যতা যীশুকে স্বর্গ থেকে আসা প্রকৃত রুটি করে তুলেছিল, মাংসে। ঈশ্বরের পুত্র এবং মানবপুত্র হওয়ার কারণে, তিনিই আমাদের পাপের শাস্তি পরিশোধের জন্য নিখুঁত বিকল্প হতে পারেন।