মোশির সমাগমতাম্বু (The Tabernacle)

 

দীপবৃক্ষ

View All Lessons

সমাগম তাঁবুর ভেতরে অবিরাম আলো প্রদানকারী, বাতিদানটি ছিল এক টুকরো শক্ত, পিটানো সোনা দিয়ে তৈরি। এতে, আমাদের যীশু খ্রীষ্টের সাথে অনেক আত্মিক সাদৃশ্য এবং জগতের জ্যোতি হওয়ার বিষয়ে তাঁর উল্লেখ দেওয়া হয়েছে। বাতিদানে জ্বালানো তেল পবিত্র আত্মার প্রতীক। বাতিদানের প্রধান শাখা খ্রীষ্টকে চিত্রিত করে, এবং শাখাগুলি এর সাথে একত্রিত হয়, যা আমাদের যীশুর এই কথাগুলি মনে করিয়ে দেয়, "আমার মধ্যে থাকো, এবং আমি তোমাদের মধ্যে... কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না।"