সমাগম তাম্বুর ভবনের সবকিছুই মহিমান্বিত করার প্রতীক ছিল। দেয়ালগুলি সোনা দিয়ে মোড়ানো কাঠের তক্তা দিয়ে তৈরি ছিল। এগুলি রিং দিয়ে বার দিয়ে আটকানো ছিল, রূপার খোঁপায় দাঁড়িয়ে ছিল, তাই তারা মন্ডলীর ঈশ্বরের লোকদের মতো পাশাপাশি দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিল - কোনও তক্তা তার নিজের উপর দাঁড়িয়ে ছিল না। যীশু খ্রীষ্টে বিশ্বাসীরা এখনও পাপী, কিন্তু তারা খ্রীষ্টে বিশ্বাসের দ্বারা ধার্মিক, পবিত্র আত্মার দ্বারা পবিত্র এবং খ্রীষ্টের ধার্মিকতায় আচ্ছাদিত, যেমন সোনা কাঠকে ঢেকে দেয়।