বেদিতে ধার্মিকতা লাভের পর, প্রক্ষালন পাত্রে ধৌত করতে হয়, কিন্তু পুরোহিতদের বারবার ধৌত হওয়ার জন্য প্রক্ষালন পাত্রে ফিরে যেতে হত। এটি পবিত্র আত্মার দ্বারা বিশ্বাসীর চলমান পবিত্রীকরণের প্রতীক। ঈশ্বরের বাক্য, বাইবেল, আমাদের কাছে আমাদের পাপ প্রকাশ করে, কিন্তু এটি প্রক্ষালন পাত্রের মতো, আমাদের পাপের দূষণ থেকে আমাদের ধুয়ে দেয়। এই প্রক্ষালন পাত্র পবিত্রীকরণের প্রতীক।