মোশির সমাগমতাম্বু (The Tabernacle)

 

পিত্তলের বেদি – দ্বিতীয় অংশ

View All Lessons

পিত্তলের বেদি ঈশ্বরের কাছে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছিল—যদি না তাদের পাপ স্বীকার করা হয় এবং ক্ষমা করা হয়, তাহলে কেউ ঈশ্বরের কাছে যেতে পারবে না। পাপের জন্য রক্তের বলিদান প্রয়োজন—“পাপের বেতন মৃত্যু।” যীশু খ্রীষ্ট ক্রুশে চড়ে চূড়ান্ত এবং নিখুঁত বলিদান হয়েছিলেন। আমাদের পাপ স্বীকার করতে হবে এবং ক্ষমা পাওয়ার জন্য বিশ্বাসের দ্বারা খ্রীষ্টের কাছে আসতে হবে। এরপর আমাদের পাপ খ্রীষ্টের কাছে আরোপিত হয়, এবং তাঁর ধার্মিকতা আমাদের কাছে আরোপিত হয়।