প্রবেশপথের ভেতরে প্রবেশ করলে আমরা পিত্তলের বেদি দেখতে পাই, যা ন্যায্যতার প্রতীক। পাপের শাস্তি পরিশোধের জন্য, ঈশ্বরের সামনে অপরাধবোধ দূর করার জন্য সেখানে পশু বলি দেওয়া হত। এটি কাঠের তৈরি এবং ব্রোঞ্জ দিয়ে আবৃত ছিল, যা খ্রীষ্টের দুটি স্বভাব - নিখুঁত ঈশ্বর এবং নিখুঁত মানুষ - এর প্রতীক। আগুন দিনরাত জ্বলতে থাকে, কারণ ঈশ্বরের পবিত্রতা এবং ন্যায়বিচার দোষী পাপীদের জন্য একটি গ্রাসকারী আগুন। এই সমস্ত কিছুই পাপের জন্য চূড়ান্ত বলিদান, প্রভু যীশু খ্রীষ্টের দিকে ইঙ্গিত করে