মোশির সমাগমতাম্বু (The Tabernacle)

 

প্রাঙ্গণের প্রবেশদ্বার

View All Lessons

আর এখন আমরা পরিত্রাণের দিকে ইঙ্গিত করে প্রতীকীগুলি দেখতে শুরু করি। কেবল একটি প্রবেশদ্বার আছে—প্রাঙ্গণে প্রবেশের একটি মাত্র পথ, ঈশ্বরের কাছে যাওয়ার একটি মাত্র পথ—প্রভু যীশু খ্রীষ্ট, যিনি বলেছিলেন, “ আমিই পথ ও সত্য ও জীবন; আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না।” দ্বারটি প্রশস্ত এবং সহজেই প্রবেশযোগ্য, বোঝা যত বড়ই হোক না কেন, পাপ যত বড়ই হোক না কেন—যীশু তাদের সকলকে স্বাগত জানান যারা তাঁর কাছে আসবেন এবং কাউকে দূর দেবেন না। এখানেই পরিত্রাণের শুরু।