আসুন আমরা তাঁবুর সমস্ত পৃথক অংশের উপর ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত দৃষ্টিপাত করি, বাইরে থেকে শুরু করে এবং ভিতরের দিকে পবিত্রতম স্থানের দিকে এগিয়ে যাই। প্রথমে, আমরা তাঁবুর উঠোনের চারপাশে সাদা লিনেন বেড়া সম্পর্কে শিখি এবং আবিষ্কার করি যে এর আকার এবং উপকরণগুলিরও বিশেষ আত্মিক অর্থ ছিল। এখন আমরা পবিত্র ঈশ্বরের উপস্থিতি থেকে পতিত জগৎকে পৃথক করার এর কাজটি বুঝতে শুরু করি।