মোশির সমাগমতাম্বু (The Tabernacle)

 

বিন্যাস ও সজ্জা

View All Lessons

তাঁবু নির্মাণের জন্য প্রয়োজনীয় সবকিছুই প্রভু প্রদান করিয়েছিল। মিশর ত্যাগ করার সময় তিনি মিশরীয়দের ইস্রায়েলের লোকদের প্রয়োজনীয় সোনা, রূপা, রত্ন এবং উপকরণ দিতে বাধ্য করেছিলেন। তাঁবুর প্রতিটি অংশ কীভাবে তৈরি করতে হবে সে সম্পর্কে ঈশ্বর মোশিকে বিস্তারিত এবং জটিল নির্দেশনা দিয়েছিলেন। এমনকি ঈশ্বর কর্মীদেরও যোগান দিয়েছিলেন, বিশেষ দক্ষতা এবং প্রজ্ঞা সম্পন্ন কারিগরদের তৈরি করেছিলেন যাতে তারা তাঁর নির্দেশ অনুসারে সবকিছু তৈরি করতে পারেন, এমনকি সূক্ষ্মতম বিশদ পর্যন্ত।