মন্দির হল এমন একটি স্থান যেখানে ঈশ্বর বাস করেন—ঈশ্বরের গৃহ। ঈশ্বর তাঁর লোকেদের মধ্যে বাস করবেন এই বিষয়বস্তু সমগ্র শাস্ত্র জুড়ে রয়েছে। কিন্তু পৃথিবীতে নির্মিত অন্য কোনও মন্দিরের মতো আবাসস্থল তৈরি করা হয়নি। যিহিষ্কেল আরও বৃহত্তর মন্দিরের ভাববাণী করেছিলেন। কিন্তু যীশু যোহন ২:১৯ পদে তাঁর নিজের দেহের কথা উল্লেখ করেছেন, যখন তিনি বলেছেন, “যীশু উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙ্গিয়া ফেল, আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব।” মন্দিরের বিষয়বস্তু পত্রগুলিতেও অব্যাহত রয়েছে, যেখানে মণ্ডলীকে “প্রভুতে একটি পবিত্র মন্দির” হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বিশ্বাসীকে “পবিত্র আত্মার মন্দির” হিসেবে তার দেহকে পবিত্র রাখতে বলা হয়েছে। এবং পরিশেষে, প্রকাশিত বাক্য ২১:২২ পদে বলা হয়েছে, “আর আমি নগরের মধ্যে কোন মন্দির দেখিলাম না; কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার মন্দিরস্বরূপ।”