মোশির সমাগমতাম্বু (The Tabernacle)

 

ভূমিকা

View All Lessons

এই  মোশির সমাগমতাম্বু নতুন নিয়মের পরিত্রাণের মূল শিক্ষাগুলিকে বিভিন্ন উপায়ে তুলে ধরে। যাত্রাপুস্তক থেকে প্রাপ্ত এই অধ্যয়নটি আমাদের ব্যবস্থা এবং সুসমাচারের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ বুঝতে সাহায্য করে। একজন ন্যায়পরায়ণ, পবিত্র এবং ধার্মিক ঈশ্বর কীভাবে পাপী মানুষের মধ্যে বাস করতে পারেন? অপবিত্র লোকেরা কীভাবে এমন পবিত্র ঈশ্বরের কাছে যেতে পারে? কিন্তু উভয়কেই সম্ভব করার জন্য, ঈশ্বর মোশিকে আদেশ দিয়েছিলেন, "এই তাঁবুটি তৈরি করো।"