পারিবারিক উপাসনা, একটি তথ্যচিত্র ধারাবাহিক (Family Worship, A Documentary Series)

 

পর্ব ৫ – পারিবারিক উপাসনার জন্য বাস্তব দিকনির্দেশনা

View All Lessons

শেষপর্যন্ত এই পর্বে আলোচনা করা হয়েছে, কে পারিবারিক উপাসনা পরিচালনা করবেন এবং আমাদের পারিবারিক জীবনে এটি কত তাড়াতাড়ি শুরু করা উচিত। এই সাক্ষাৎকারগুলোর মাধ্যমে জ্ঞানের ভাণ্ডার উন্মোচিত হয়েছে, এবং ঘরে পারিবারিক উপাসনার চর্চা শুরু করার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন বয়সের সন্তানদের অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহারিক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে — পাশাপাশি পিতা-মাতার জন্যও রয়েছে কিছু উপদেশ, অন্তর্দৃষ্টি এবং শেষাংশে উৎসাহব্যঞ্জক কিছু কথা।