পারিবারিক উপাসনা, একটি তথ্যচিত্র ধারাবাহিক (Family Worship, A Documentary Series)
পর্ব ৪ – পারিবারিক উপাসনার ইতিহাস
এই পর্বে আমরা ইতিহাসের পথে ফিরে যাই, দেখতে যে কখন পারিবারিক উপাসনা শুরু হয়েছিল এবং খ্রীষ্টো বিশ্বাস যেখানে বিকশিত হয়েছে, সেখানে কীভাবে এই অনুশীলনের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে — কেন আজকের খ্রীষ্টো বিশ্বাসী পরিবারগুলিতে এই অনুশীলন এত কম দেখা যায়। বক্তারা ব্যক্তিগত সাক্ষ্য ভাগ করেছেন, যেখানে তাঁরা বলেছেন পারিবারিক উপাসনা তাঁদের নিজস্ব জীবন ও পরিবারে কী গভীর প্রভাব ফেলেছে।