পারিবারিক উপাসনা, একটি তথ্যচিত্র ধারাবাহিক (Family Worship, A Documentary Series)

 

পর্ব ৩ – পারিবারিক উপাসনার উপকারিতা

View All Lessons

আমাদের উচিত ঈশ্বরকে উপাসনা করা কেবল আশীর্বাদের জন্য নয়, বরং তিনি ঈশ্বর বলেই। এই পর্বে বক্তারা পারিবারিক উপাসনা থেকে উদ্ভূত নানাবিধ আশীর্বাদ নিয়ে আলোচনা করেছেন — যা আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, মন্ডলী, এমনকি বৃহত্তর সমাজের ওপরও প্রভাব ফেলে।