পারিবারিক উপাসনা, একটি তথ্যচিত্র ধারাবাহিক (Family Worship, A Documentary Series)
পর্ব ৩ – পারিবারিক উপাসনার উপকারিতা
আমাদের উচিত ঈশ্বরকে উপাসনা করা কেবল আশীর্বাদের জন্য নয়, বরং তিনি ঈশ্বর বলেই। এই পর্বে বক্তারা পারিবারিক উপাসনা থেকে উদ্ভূত নানাবিধ আশীর্বাদ নিয়ে আলোচনা করেছেন — যা আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, মন্ডলী, এমনকি বৃহত্তর সমাজের ওপরও প্রভাব ফেলে।