পারিবারিক উপাসনা, একটি তথ্যচিত্র ধারাবাহিক (Family Worship, A Documentary Series)
পর্ব ২ – পারিবারিক উপাসনায় কী অন্তর্ভুক্ত করা উচিত
এই পর্বে পারিবারিক উপাসনার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হয়েছে — যেমন পরিবার হিসেবে একসঙ্গে বাইবেল পাঠের গুরুত্ব, একসঙ্গে গীতসংহিতা গাওয়া শেখা, শাস্ত্র মুখস্থ করা, পরিবার হিসেবে একসঙ্গে প্রার্থনা করা, এমনকি একসঙ্গে প্রচার পর্যালোচনা করার বিষয়টিও।