পারিবারিক উপাসনা, একটি তথ্যচিত্র ধারাবাহিক (Family Worship, A Documentary Series)
পর্ব ১ – পারিবারিক উপাসনা, একটি ভূমিকা
এই প্রথম পর্বে আমরা শিখব পারিবারিক উপাসনার শাস্ত্রসম্মত অনুশীলনের গুরুত্ব সম্পর্কে। আমরা আরও জানব ঈশ্বর সন্তানদের শিক্ষা দেওয়ার বিষয়ে কী নির্দেশ দিয়েছেন, এবং পিতাদের কী কী দায়িত্ব রয়েছে। এছাড়াও, কখন পারিবারিক উপাসনা করা উচিত সেই প্রশ্নটি বিবেচনা করা হবে, এবং শেষে আমরা দেখব কীভাবে এটি আজকের পৃথিবীতে পরিবারগুলোর জীবনযাপনে সাহায্য করে।