উদ্ধারের অধিনায়ক, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পক্ষ থেকে মণ্ডলীর যে কোনো কার্য সম্পাদনের মধ্যে সবচেয়ে গুরুতর কাজ হলো — কোনো সদস্যকে মণ্ডলীর পরিবার ও সহভাগিতা থেকে বিচ্ছিন্ন করা। আনুষ্ঠানিক বহিষ্কারের উদ্দেশ্য হলো — ভ্রান্ত ভাইকে অনুতাপের স্থানে নিয়ে আসা। প্রভু আমাদের আহ্বান করেন, যাদের বহিষ্কার করা হয়েছে, তাদেরকে সুসমাচারের লক্ষ্য হিসেবে খুঁজে বের করতে; আর যদি তারা আমাদের প্রতি বৈরীও হয়, তবুও আমরা তাদের ভালোবাসব। আমাদের এই ভালোবাসা ও করুণার পরিশ্রম ঈশ্বরসম্মত দুঃখ ও অনুতাপের দিকে নিয়ে যেতে পারে, এবং যদি তা ঘটে, তবে আমাদের কর্তব্য হবে সেই অনুতপ্ত পাপীকে পুনরায় আমাদের সহভাগিতায় গ্রহণ করা।