মণ্ডলীতে দ্বন্দ্ব সমাধান (Conflict Resolution in the Church)

 

প্রার্থনা ও প্রেমের দ্বারা পরিবেষ্টিত

View All Lessons

এই বক্তৃতায় পালক এ. টি. ভার্গানস্ট আমাদের দৃষ্টি আকর্ষণ করেন ঈশ্বরের মণ্ডলীর মধ্যে সংঘাত নিরসনের শেষ দুই ধাপ সম্পর্কে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের বিস্তারিত নির্দেশের দিকে। যদি ব্যক্তিগতভাবে মুখোমুখি হওয়া ফলপ্রসূ না হয়, খ্রীষ্ট বলেন এক বা দুইজন সাক্ষী নিয়ে যেতে। কিন্তু তারা কারা হওয়া উচিত? এবং তাদের কাজ কী হবে? এই প্রক্রিয়াটি তাৎক্ষণিক নয়, বরং ধৈর্য, প্রস্তুতি ও গভীর প্রার্থনার সঙ্গে সম্পন্ন করতে হয়। যদি তবুও ফল না পাওয়া যায়, খ্রীষ্ট আমাদের নির্দেশ দেন বিষয়টি মণ্ডলীর কাছে নিয়ে যেতে। কিন্তু এটি কীভাবে করা উচিত? কাদের এতে অন্তর্ভুক্ত করা হবে? এবং আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাব? আমাদের উচিত প্রার্থনা ও ভালোবাসার চর্চার মাধ্যমে সেই ব্যক্তিকে ঘিরে রাখা, কারণ আমাদের সহবিশ্বাসীর আত্মা গুরুতর বিপদের মধ্যে রয়েছে।