মণ্ডলীতে দ্বন্দ্ব সমাধান (Conflict Resolution in the Church)

 

স্বীকারোক্তি, অনুতাপ এবং ক্ষমা

View All Lessons

পাপের মোকাবিলা করা ঈশ্বরকে সম্মান দেয়, কারণ পাপ ঈশ্বরের পবিত্রতাকে অপমান করে। তবে এটি করতে হবে ভালোবাসা, কোমলতা ও নম্রতার আত্মায়, এবং প্রার্থনায় পরিপূর্ণ মনোভাব নিয়ে। ঈশ্বরের পরিবার কোনো নিখুঁত সাধুদের জাদুঘর নয়, তাই মতভেদ বা সংঘর্ষ ঘটবে এটাই স্বাভাবিক। মণ্ডলী এক নির্মাণক্ষেত্রের মতো, যেখানে ঈশ্বর তাঁর বাক্য ও আত্মার মাধ্যমে তাঁর লোকদের পরিপূর্ণ করে তুলছেন। এর উদ্দেশ্য হলো — যে ব্যক্তি অপরাধ করেছে সে যেন অনুতপ্ত হয়, নিজের পাপ স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে। যীশু আমাদের ক্ষমা করতে আদেশ দিয়েছেন, কিন্তু কেবল তখনই, যখন প্রকৃত অনুতাপ প্রকাশ পায়। ক্ষমা করা ভালোবাসার সবচেয়ে কঠিন অনুশীলনগুলির একটি।