মণ্ডলীতে দ্বন্দ্ব সমাধান (Conflict Resolution in the Church)

 

অনুযোগের বিষয় যীশুর নির্দেশাবলী

View All Lessons

পাপ খ্রীষ্টের দেহে বিভাজন সৃষ্টি করে এবং এটিকে উপেক্ষা করা উচিত নয়। যীশু স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে যদি মন্ডলীর কোনো ভাই বা বোন তোমার বিরুদ্ধে পাপ করে, তাহলে সেই বিষয়টি তোমার কর্তব্য—মুখোমুখি হয়ে তা জানানোর। তবে আগে কয়েকটি প্রশ্ন করা প্রয়োজন, এবং পাপের মোকাবিলার চারটি স্তর আছে। এই বক্তৃতায় আমাদের ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হয়েছে কীভাবে পাপের বিরুদ্ধে মুখোমুখি হওয়া যায় — যা সরাসরি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের বাক্য থেকে নেওয়া।