মণ্ডলীতে দ্বন্দ্ব সমাধান (Conflict Resolution in the Church)

 

ভূমিকা

View All Lessons

মথি ১৮:১৫ পদে যীশু বলেন, “ আর যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোন অপরাধ করে, তবে যাও, যখন কেবল তোমাতে ও তাহাতে থাক, তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দেও।” ঐক্য ও শান্তি মণ্ডলীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শয়তানের কৌশল হলো বিভক্ত করা ও পরাজিত করা। আমাদের প্রভু যীশু খ্রীষ্ট পাপের মুখোমুখি হয়েও মণ্ডলীতে ঐক্য বজায় রাখার পথ নির্দেশ করেছেন। যীশুর বিস্তারিত নির্দেশ অনুসারে ভালোবাসাপূর্ণ, কোমল, কিন্তু স্পষ্ট মুখোমুখি আলোচনা—সংশ্লিষ্ট সকলের জন্য আশীর্বাদ বয়ে আনে