প্রভুরভোজের সময়ের প্রচার (Communion Season Sermons)

 

উপদেশ #৭: খ্রীষ্ট পুনরায় আসছেন

View All Lessons

সোমবার হল সপ্তাহান্তে প্রভুর করুণা এবং মঙ্গলের জন্য, তাঁর হাত থেকে প্রাপ্ত সমস্ত আশীর্বাদের জন্য, বিশেষ করে সুসমাচারের আশীর্বাদের জন্য, ত্রাণকর্তা খ্রীষ্টের জন্য, তাঁর মহিমান্বিত কাজের সমস্ত দিকের জন্য ধন্যবাদ জানানোর দিন। এবং তাঁর প্রতিশ্রুত প্রত্যাবর্তনের উপর, খ্রীষ্টের দ্বিতীয় আগমনের উপর আলোকপাত করা হবে। এবং তাই, রেভারেন্ড উইলিয়াম ম্যাকলিয়ড আমাদের এই মহান এবং বিস্ময়কর দিনটির আশ্বাস দিয়ে একটি দুর্দান্ত উপদেশ দেন।