প্রভুরভোজের সময়ের প্রচার (Communion Season Sermons)
উপভদেশ #৬: ফরীশী ও অপব্যয়ীদের জন্য পরিত্রান
প্রভুর দিন সন্ধ্যায়, আবারও সুসমাচার ঘোষণা করা হয়, মন পরিবর্তন না হওয়াদের প্রতি এক জোরালো আহ্বানের মাধ্যমে, পাপীদের অনুতপ্ত হতে এবং প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস করতে আহ্বান জানানো হয়। রেভারেন্ড ম্যাকলিয়ড প্রভু যীশুর হারানো পুত্রের দৃষ্টান্তের মাধ্যমে আমাদের কাছে এটি নিয়ে আসেন, সকল ধরণের পাপীদের জন্য পরিত্রাণের সুসমাচারের বার্তার উপর আলোকপাত করে।