প্রভুরভোজের সময়ের প্রচার (Communion Season Sermons)

 

উপদেশ #২: তোমার উপস্থিতির জন্য আমাকে প্রস্তুত করো

View All Lessons

রেভারেন্ড ম্যাকলিওড আমাদের কাছে আরেকটি উপদেশ এনেছেন যা মণ্ডলীকে তাদের আত্মিক পরিশ্রমের অবমাননা এবং প্রার্থনায় সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে, তবে ঈশ্বরের মহত্ত্ব এবং ঈশ্বরের সিংহাসনের কাছে কে যেতে পারে এই প্রশ্নের উপর আলোকপাত করে। আমাদের সাথে আসুন যখন তিনি আমাদের কাছে প্রভু যীশু খ্রীষ্টের নিখুঁত কাজ এবং তাঁর ধার্মিকতা আবিষ্কার করবেন।