বৃহস্পতিবার ছিল সভা-সমাবেশের প্রথম দিন, যেখানে অবমাননা এবং প্রার্থনার আহ্বান জানানো হয়েছিল। এই উপদেশটি সেই প্রচারের বৈশিষ্ট্য যা বৃহস্পতিবার মণ্ডলীতে প্রচার করা হত যাতে তারা অনুতাপ, ঈশ্বরের কাছে তাদের পাপ স্বীকার এবং ক্ষমা প্রার্থনার এই আত্মিক কাজে সাহায্য করতে পারে।