একজন ঈশ্বর ভয়শীল স্ত্রী কীভাবে খ্রীষ্টের জ্ঞান দ্বারা অনুপ্রাণিত হন? বাইবেলভিত্তিক বৈবাহিক জীবনে একজন স্ত্রীর প্রধান অগ্রাধিকার ও লক্ষ্য কী হওয়া উচিত? তাঁর অন্তরের চরিত্র কীভাবে তাঁর অন্য সব দায়িত্ব ও আহ্বানকে প্রভাবিত করে? আর এত দায়িত্বের মধ্যে, খ্রীষ্টের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক তাঁর চিন্তা ও জীবনে কীভাবে স্থান পায়?