নারীরা যখন ঈশ্বর ভয়শীল স্ত্রীর ভূমিকা শোনে, তখন তারা কী কী বিশেষ প্রতিবন্ধকতার মুখোমুখি হন? ঈশ্বর স্ত্রীর জন্য কী ভূমিকা নির্ধারণ করেছেন? কেন ঈশ্বর স্ত্রীদের বলেন তাঁদের স্বামীদের বশীভূত হতে? এর ব্যবহারিক প্রয়োগ কী? আর এই সব বিষয় খ্রীষ্ট ও সুসমাচারের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত?